Monday 6 February 2012

শব্দকবিতা-৬

[শব্দকবিতা ৬ শব্দসূত্র: আউনি বাউনি, তিন দিন পিঠে ভাত খাবে,কোথাও না যাবে, ঘরে...]

সিংহপুর ১৪.০১.০৩ সন্ধ্যা ৭টা ৫৩ @ হায় তুললাম, লক্ষ করুন এর পরবর্তী যে নৈ:শব্দ তার সিংহভাগ সঞ্চিত থাকছে এইসব শব্দের ভেতর, আউনি শব্দের মধ্যবর্তী অক্ষর ছুঁয়ে অধিক অম্লঢেকুর উঠে, তোমরা সবাই পিঠে করে ব্যস্ত থাকো, আমি অনুসরণ করি বাউনি খড়ের সাথে ঘরের ছাউনির বাৎসরিক কথোপকথন, হয়তো বলে তিনকোনা পৃথিবীর কথা, সান্ধ্য জ্যোৎস্নার সাথে আমি বলি তৃতীয় সভ্যতার কথা, সিড মেয়ার তোমার গেম থেকে বিচ্ছুরিত ক্লান্তি কুয়াশার সাথে দিনযাপন করে, মকরস্নানের পরবর্তী সময়ে আমার পিঠে ভাত খাওয়া নয়, অন্য কিছু, কোথা কবে কে জানে কে মেঘের সাথে করেছিল গোপন আত্মীয়তা, ছিন্ন করি সমস্ত সংযোগ, সে তো অনেকেই পারে, নিয়ত যাওয়া-আসার ভেতর শায়িত স্বপ্নের শিরদাঁড়ায় লাথি মারি, কবিরা রুগ্ন হয় কামুক হয়, অলস সময় নিয়মিত গ্রাস করে পড়ে থাকে ঘরে, হায় তুললাম, বিতর্ক জারি রাখি নিজে নিজে 

No comments:

Post a Comment